আপনার সম্ভাব্য রিটার্ন ক্যালকুলেট করুন
আপনার প্রফিটের হিসাব দেখতে বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদ পরিবর্তন করুন।
বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করুন
BDT 5,00,000.00
বিনিয়োগ মেয়াদ নির্ধারণ করুন
১ লাখ টাকায় প্রতি মাসে ১,০২০ টাকা প্রফিট
১ বছর
৪ বছর
আনুমানিক প্রফিট
আনুমানিক প্রফিট
BDT 61,200.00
*10 লক্ষ টাকার বেশি বিনিয়োগের জন্য বার্ষিক প্রফিট দেয়া হয়।
মোট (মূলধন + প্রফিট)
BDT 5,61,200.00
আজই বিনিয়োগ শুরু করুন
আপনার আর্থিক লক্ষ্য অর্জনের জন্য এখনই যোগ দিন
আমাদের কল করুন
Frequently Asked Questions
আমাদের কোম্পানির নাম আলফা প্রপার্টিজ (Alpha Properties)। আমরা মূলত ল্যান্ড এবং ফ্ল্যাট নিয়ে কাজ করছি। আমাদের ব্যবসার মূল ধাপগুলো হলো : • জমির শেয়ার বিক্রয় : আমরা প্রথমে জমি ক্রয় করি এবং সেটাকে ছোট ছোট টুকরো বা শেয়ারে ভাগ করে বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রি করি। • ভবন নির্মাণ : শেয়ার বিক্রির পর আমরা সেই জমিতে বিল্ডিং বা ভবন তৈরি করার কাজ শুরু করি। • ফ্ল্যাট বিক্রয় : ভবন নির্মাণের পর আমরা সেগুলো ফ্ল্যাট আকারে গ্রাহকদের কাছে বিক্রি করি। • নির্মাণ সেবা (Construction) : এছাড়া যাদের নিজস্ব জমি আছে, আমরা তাদের জমিতে ভবন নির্মাণের কাজও করে দিই।
বিনিয়োগের টাকা যে সকল খাতে ব্যবহার করা হবে : • জমি ক্রয় : সংগৃহীত বিনিয়োগের অর্থ আমাদের প্রকল্পের জন্য জমি কেনার কাজে ব্যবহৃত হবে। • নির্মাণ সামগ্রী ক্রয় : ভবন তৈরির জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি কেনা হবে। • কাঁচামাল সংগ্রহ : এর মধ্যে রয়েছে রড, সিমেন্ট, ইট এবং বালুসহ অন্যান্য নির্মাণ সামগ্রী। ফ্ল্যাট কেনা : নির্মিত ভবন থেকে ফ্ল্যাট ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ থাকবে।
বিনিয়োগের সময়সীমা এবং মুনাফা প্রদানের পদ্ধতিসমূহ : • বিনিয়োগের সময়কাল : বিনিয়োগকারীর সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। • মুনাফা প্রদান : প্রতি বছর বা বাৎসরিক ভিত্তিতে মুনাফা গ্রহণ করতে পারবেন। অথবা প্রকল্প সম্পন্ন হওয়ার পর মুনাফা প্রদান। • মূলধন ফেরত : নির্ধারিত সময়সীমা শেষে সম্পূর্ণ মূল টাকা ফেরত দেওয়া হবে। • এককালীন গ্রহণ : মুনাফা এবং আসল টাকা একসাথেও উত্তোলন করতে পারবেন। অথবা নির্দিষ্ট সময় পর কোম্পানি বিনিয়োগ ফেরত দেবে । • নমনীয় পলিসি : যেকোনো নমনীয় পলিসি গ্রহণের সুযোগ থাকবে।
বিনিয়োগের পরিমাণ নির্ধারণ এবং চুক্তির বিষয়বস্তু : • বিনিয়োগের পরিমাণ নির্ধারণ : আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। • নিরাপত্তা (Security) : বিনিয়োগের চেয়ে বেশি মূল্যের সম্পদ তার নামে রাখা হবে। • চুক্তি সম্পাদন : সম্পত্তির মূল্য রেজিস্ট্রেশন করে হস্তান্তর করা হবে। • বিনিয়োগ ফেরত : চুক্তির মেয়াদ শেষে মূল বিনিয়োগ ফেরত দেওয়া হবে। • ক্ষুদ্র বিনিয়োগ : অল্প টাকার ক্ষেত্রেও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
ব্যবসায়িক ঝুঁকি এবং সেগুলোর সমাধান : • ঝুঁকির পরিমাণ : অত্যন্ত কম এবং সুরক্ষিত। • সম্পদ ভিত্তিক নিরাপত্তা : বিনিয়োগের চেয়ে বেশি মূল্যের সম্পদ বরাদ্দ রাখা হবে। • মূলধন ফেরত : সম্পদ বিক্রয় করে মূলধন ফেরত দেওয়া হবে। • কোম্পানির দায়বদ্ধতা : যেকোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় নিজস্ব তহবিল থেকে অর্থ ফেরত দিতে বাধ্য। • সর্বোচ্চ অগ্রাধিকার : বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।